ইমরান খান
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজকে ইঙ্গিত করে নেতিবাচক মন্তব্য করায় বিপাকে পড়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর এমন মন্তব্যে চটেছে পাকিস্তানের মানবিক অধিকার কমিশন (এইচআরসিপি)। এইচআরসিপি টুইটার বার্তায় লিখেছে, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এমন ইঙ্গিতপূর্ণ ও নারীবিদ্বেষী মন্তব্য মানা যায় না। ইমরানের ওই মন্তব্যের পর তাঁর ওপর খেপেছে দেশটির প্রধানমন্ত্রী থেকে শুরু করে সুধীসমাজসহ সর্বস্তরের মানুষ।
বিজ্ঞাপন