ডোনাল্ড ট্রাম্প
প্রয়োজনীয় হিসাব ও করের কাগজপত্র জমা না দেওয়ায় এক লাখ ১০ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ২০১৯ সাল থেকে নিউ ইয়র্ক প্রশাসন তাঁর বিরুদ্ধে বড় ধরনের কর জালিয়াতির তদন্ত চালিয়ে আসছে।
গত ২৫ এপ্রিল ট্রাম্পকে আদালত অবমাননার দায়ে দৈনিক ১০ হাজার ডলার পরিমাণ জরিমানা করেন নিউ ইয়র্ক সুপ্রিম কোর্ট। কারণ আদালতের আদেশে প্রতিষ্ঠানের হিসাব ও করের কাগজপত্র জমা দেননি ট্রাম্প।
বিজ্ঞাপন
বেশ কয়েক মাস ধরে এই অ্যাটর্নি জেনারেল ও রিপাবলিকান এই কোটিপতির মধ্যে এমন যুদ্ধ চলছে। গত ১৭ ফেব্রুয়ারি ট্রাম্প এবং তাঁর সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও ইভাংকা ট্রাম্পকে আদালতে সাক্ষ্য দেওয়ার আদেশ দেওয়া হয়। সূত্র : এএফপি