অ্যান্টনি আলবানিজি
অস্ট্রেলিয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পরাজয় স্বীকার করে মূল প্রতিদ্বন্দ্বী অ্যান্টনি আলবানিজিকে অভিনন্দন জানিয়েছেন রক্ষণশীল দলের বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। লেবার পার্টির দপ্তরে গিয়ে গতকাল শনিবার তিনি মধ্য বামপন্থী নেতা আলবানিজিকে অভিনন্দন জানান।
নির্বাচনী প্রচারণায় স্কট মরিসন ক্ষমতা ধরে রাখতে মরিয়া চেষ্টা করেন। তবে জলবায়ু ইস্যুতে তাঁর সরকারের নেতিবাচক অবস্থানের কারণে ভোটাররা বিক্ষুব্ধ ছিলেন।
বিজ্ঞাপন
খবরে বলা হচ্ছে, আলবানিজির নেতৃত্বাধীন জোট আইনসভায় সংখ্যাগরিষ্ঠ হিসেবে উঠে আসতে পারে। স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার খবর গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। সূত্র : বিবিসি ও এএফপি