প্রায় শত বছর আগে চার শরও বেশি আদিবাসীকে হত্যার ঘটনার দায় রাষ্ট্রকে নিতে হবে বলে রায় দিয়েছেন আর্জেন্টিনার এক আদালত। ১৯২৪ সালের জুলাইয়ে আর্জেন্টিনার উত্তরাঞ্চল চকোতে বিক্ষোভরত কয়েক শ আদিবাসীকে প্রাণ হারাতে হয় পুলিশ ও বসতি স্থাপনকারীদের হাতে। ওই আদিবাসীরা তুলা চাষের কাজের পরিবেশ ও অমানবিক জীবনমান নিয়ে প্রতিবাদ করছিলেন। ‘কোম’ ও ‘মকোইট’ জাতিগোষ্ঠীর পাঁচ শর কাছাকাছি সদস্য নিহত হয়েছিলেন ওই ঘটনায়।
বিজ্ঞাপন