kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

সিউল ও টোকিও সফরে বাইডেন

কালের কণ্ঠ ডেস্ক   

২০ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিউল ও টোকিও সফরে বাইডেন

জো বাইডেন

দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার রওনা হওয়ার কথা তাঁর। প্রথমে দক্ষিণ কোরিয়ায় পা রাখবেন তিনি। এরপর রবিবার যাবেন জাপানে।

বিজ্ঞাপন

দুই দেশের নেতৃস্থানীয়দের সঙ্গে বাইডেনের বৈঠক হওয়ার কথা। এ ছাড়া টোকিওতে অবস্থানকালে আঞ্চলিক জোট কোয়াডের একটি বৈঠকেও তিনি অংশ নেবেন বলে জানা গেছে।

হোয়াইট হাউস জানিয়েছে, সফরের প্রথম অংশে বাইডেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনা সদস্যদের সঙ্গে দেখা করবেন। তবে ঐতিহ্যগত প্রেসিডেনশিয়াল ট্রেকিংয়ের মাধ্যমে সুরক্ষিত সীমান্ত হিসেবে পরিচিত ডিএমজেডে যাবেন না তিনি। জায়গাটি দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। সূত্র : এএফপিসাতদিনের সেরা