৩৪ বছর আগের একটি মামলায় পাঞ্জাব প্রদেশের কংগ্রেস নেতা ও সাবেক ক্রিকেটার নভজোৎ সিং সিঁধুকে (৫৮) গতকাল বৃহস্পতিবার এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ১৯৮৮ সালে সিঁধু ও তাঁর সহযোগীর সঙ্গে ঝগড়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়। সেই ব্যক্তির পরিবারের সদস্যদের করা পিটিশন শুনানির পর এই রায় দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে সিঁধুর।
বিজ্ঞাপন