kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

নভজোৎ সিং সিঁধুর কারাদণ্ড

কালের কণ্ঠ ডেস্ক   

২০ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৩৪ বছর আগের একটি মামলায় পাঞ্জাব প্রদেশের কংগ্রেস নেতা ও সাবেক ক্রিকেটার নভজোৎ সিং সিঁধুকে (৫৮) গতকাল বৃহস্পতিবার এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ১৯৮৮ সালে সিঁধু ও তাঁর সহযোগীর সঙ্গে ঝগড়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়। সেই ব্যক্তির পরিবারের সদস্যদের করা পিটিশন শুনানির পর এই রায় দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে সিঁধুর।

বিজ্ঞাপন

১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাটিয়ালার বাসিন্দা গুরনাম সিংয়ের (৬৫) সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে বিবাদে জড়ান সিঁধু। এ সময় সিঁধু ও তাঁর সহযোগী রুপিন্দর সিং সান্ধু ওই ব্যক্তিকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামান। পরে ওই ব্যক্তির মৃত্যু হয়। সূত্র : এনডিটিভিসাতদিনের সেরা