নতুন মহামারি মোকাবেলার প্রস্তুতি একেবারেই ধীরগতিতে এবং বিচ্ছিন্নভাবে হচ্ছে—গতকাল বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিশেষজ্ঞদের এমন অভিমত তুলে ধরে বলা হয়, কভিডপূর্ব বিশ্ব মহামারি মোকাবেলার প্রশ্নে যে অবস্থা ছিল, ঠিক তেমন অপ্রস্তুত অবস্থায়ই রয়ে গেছে। মহামারি প্রতিরোধে প্রস্তুতি ও প্রতিক্রিয়া জানাতে গঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল এক বছর আগে মহামারি ঠেকাতে করণীয় সংক্রান্ত এক লম্বা তালিকা প্রকাশ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) বার্ষিক সভায় ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। সে প্রতিবেদনে বলা হয়, দুর্বল সমন্বয় ও অনুপযোগী সিদ্ধান্তের কারণে করোনা মহামারি এমন বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে।
বিজ্ঞাপন