kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

সংক্ষিপ্ত

স্তন ক্যান্সার ধরতে ‘মেটাল ডিটেক্টর’

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্তন ক্যান্সার শনাক্ত ও চিকিত্সায় কাজে লাগাতে নতুন এক যন্ত্র তথা পদ্ধতি ব্যবহারের সুপারিশ করেছে যুক্তরাজ্যের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। নতুন গ্যাজেটটি কাজ করবে অনেকটা মেটাল ডিটেক্টরের মতোই। এ পদ্ধতিতে ম্যাগট্রেস নামের এক চৌম্বকীয় তরলকে ক্যান্সারের আশপাশের টিস্যুতে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হবে। সেন্টিম্যাগ নামের একটি গ্যাজেট ওই তরলকে শনাক্ত করতে কাজে লাগানো হবে।

বিজ্ঞাপন

মূলত তরলটির গতিবিধির ওপর নজর রেখে উপযুক্ত সময়ে ‘বিপ’ শব্দ করে সেন্টিম্যাগ জানিয়ে দেবে ক্যান্সার ঠিক কোথায় বাসা বেঁধেছে। এরপর চিকিত্সক শরীরের ওই অংশ থেকে নমুনা নিয়ে পরীক্ষার মাধ্যমে ক্যান্সারের উপস্থিতি নিশ্চিত হতে পারবেন। বর্তমানে যুক্তরাজ্যের কিছু হাসপাতালে ক্ষতিকর নয়, এমন তেজস্ক্রিয় রং কাজে লাগিয়ে ক্যান্সার শনাক্ত করা হয়। তবে এ পদ্ধতি সহজলভ্য নয়। সূত্র : বিবিসিসাতদিনের সেরা