kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

সাংহাই শহরকে কভিডশূন্য ঘোষণা

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনের বৃহত্তম নগর সাংহাইকে লকডাউনে রেখেই একে কভিডশূন্য ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে উত্তর কোরিয়ায় জ্বরে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। সাংহাইয়ের স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝাও দানদান বলেন, সাংহাইয়ের ১৬টি এলাকার সবটিতেই স্থানীয় স্তরে ‘শূন্য কভিড’ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। অর্থাৎ কোয়ারেন্টাইনভুক্ত এলাকার ভেতরেই গতকাল নতুন করে এক হাজারের বেশি করোনা শনাক্ত হলেও বাইরে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।

বিজ্ঞাপন

তাতে অবশ্য স্বাস্থ্যবিধির কড়াকড়ি একটুও কমেনি। নগরের ৩৮ লাখ বাসিন্দা এখনো কঠোর লকডাউনে রয়েছে। তারা কেউ বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি পাচ্ছে না। এদিকে গতকাল উত্তর কোরিয়ায় জ্বরে ভুগে আরো ছয়জনের মৃত্যু হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ জানায়। গত সপ্তাহে দেশটিতে প্রথমবারের মতো কভিড শনাক্ত হওয়ার পর এ নিয়ে জ্বরে মৃত্যুর সংখ্যা ৫৬ জনে ঠেকেছে। সূত্র : এএফপিসাতদিনের সেরা