kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

চিদম্বরমের বাড়িতে সিবিআইর অভিযান

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরমের বাড়ি ও অফিসে অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এ ছাড়া তাঁর ছেলে লোকসভা সদস্য কার্তি চিদম্বরমের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে একটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চিদম্বরমের বাড়ি ও অফিসে অভিযান চালায় সিবিআই। এর মধ্যে মুম্বাইয়ের তিনটি, চেন্নাইয়ের তিনটি এবং ওড়িশা, পাঞ্জাব ও কর্ণাটকের একটি করে স্থানে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করে সিবিআই। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালে পাঞ্জাবে একটি প্রকল্পের কাজের জন্য কয়েকজন চীনা নাগরিককে টাকার বিনিময়ে ভিসা অনুমোদনের ব্যবস্থা করে দিয়েছিলেন চিদম্বরম। এর আগে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল চিদম্বরমের। ২০১৯ সালে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। পরে অবশ্য জামিনে ছাড়া পান তিনি। সূত্র : আনন্দবাজারসাতদিনের সেরা