kalerkantho

বুধবার । ২৯ জুন ২০২২ । ১৫ আষাঢ় ১৪২৯ । ২৮ জিলকদ ১৪৪৩

লাঠিতে ভর দিয়ে হাসিমুখে রানি

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলাঠিতে ভর দিয়ে হাসিমুখে রানি

রানি দ্বিতীয় এলিজাবেথ

বয়সজনিত অসুস্থতার কারণে বিভিন্ন অনুষ্ঠান থেকে সরে থাকতে বাধ্য হওয়ায় রানি দ্বিতীয় এলিজাবেথকে এবার দেখা গেছে বেশ হাসিমুখে। তাঁর সিংহাসনে আরোহণের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে উইন্ডসর ক্যাসলে আয়োজিত ‘আ গ্যালপ থ্রু হিস্ট্রি’ অনুষ্ঠানে তিনি দেখা দিয়েছেন। তবে গত রবিবারের ওই অনুষ্ঠানে ৯৬ বছর বয়সী সম্রাজ্ঞী রয়াল বক্সে যান লাঠিতে ভর দিয়ে। উপস্থিত সবাই রানিকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

এ ছাড়া রানি গত শুক্রবার রয়াল উইন্ডসর হর্স শো অনুষ্ঠানে প্রায় এক ঘণ্টা ছিলেন। সেখানে অবশ্য লোকজন বেশ কম ছিল। অথচ এর আগে গত সপ্তাহেই তিনি রেওয়াজ মাফিক পার্লামেন্ট অধিবেশন উদ্বোধন করেননি। ১৯৬৩ সাল থেকে শুরু করে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। সূত্র : এএফপিসাতদিনের সেরা