দাবদাহে পুড়তে থাকা ভারতে বৃষ্টির জন্য তো বটেই, সেই সঙ্গে সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য মান্দাপূজা করছে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি শহরের উপকণ্ঠের এক নৃগোষ্ঠী। গতকাল স্থানীয় শিবমন্দিরের সামনে তাদের বন্দনা। ছবি : এএফপি
মরুশহরের চেয়েও বেশি তপ্ত দিন দেখেছে ভারতের রাজধানী দিল্লি। প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল শহরের তাপমাত্রা। পরিস্থিতি দেখে দিল্লিজুড়ে ‘কমলা সতর্কতা’ জারি করে আবহাওয়া দপ্তর।
গত রবিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
তবে এই অস্বস্তিকর আবহাওয়া দু-এক দিন পরেই বদলে যাবে বলে আশ্বস্ত করেছে আবহাওয়া দপ্তর। তাদের অনুমান অনুসারে গতকাল সোমবার দুপুরের পর থেকেই মেঘ জমতে পারে দিল্লিতে, যার জেরে দমকা হাওয়া, এমনকি কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে; যা আপাতত কিছুটা স্বস্তি দিতে পারে রাজধানীতে। সূত্র : আনন্দবাজার পত্রিকা