ইলন মাস্ক
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের বিরুদ্ধে গোপনীয়তা সংক্রান্ত চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে টুইটারের আইনবিষয়ক দল। বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক মাধ্যমটি ইলন মাস্ক চার হাজার ৪০০ কোটি ডলারে কিনে নেওয়ার চুক্তি স্থগিত করার পর এ ঘটনা ঘটল। গত শনিবার টুইটারেই এক বার্তা দিয়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক বলেন, ‘টুইটারের আইনবিষয়ক দল এইমাত্র ফোন করে অভিযোগ করেছে, স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট (বট) সম্পর্কিত নজরদারি করার নমুনার আকার ১০০-এ তথ্য প্রকাশ করে আমি চুক্তির গোপনীয়তার ধারা লঙ্ঘন করেছি। ’
সম্প্রতি বিশাল অঙ্কের অর্থে টুইটার কেনার ঘোষণা দিয়ে চমক জাগান ইলন মাস্ক।
বিজ্ঞাপন
গত এপ্রিলে চুক্তিটির কথা ঘোষণা করার সময় ইলন মাস্ক বলেছিলেন, স্প্যাম অ্যাকাউন্ট নির্মূল ও সত্যিকারের ব্যবহারকারী মানুষের পরিচয় নিশ্চিত করার মাধ্যমে তিনি টুইটারকে ‘আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে’ নিয়ে যেতে চান। সূত্র : রয়টার্স