kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

সাদ্দামের সময়ের গণকবরের সন্ধান

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাদ্দামের সময়ের গণকবরের সন্ধান

গণকবর থেকে ইরাকি কর্তৃপক্ষের তোলা মানবদেহাবশেষ পড়ে রয়েছে ইরাকের দক্ষিণের শহর নাজাফের মাটিতে। গণকবরটি এ বছরের এপ্রিলে আবিষ্কৃত হয়। এক কর্মকর্তা বলছেন, সাদ্দাম হোসেনের হাতে নিহত আরো কয়েক ডজন ব্যক্তির মৃতদেহ রয়েছে সেখানে। ছবি : এএফপি

ইরাকে একটি গণকবর থেকে ১৫টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সেখানে আরো ১০টির বেশি দেহাবশেষ থাকতে পারে। একজন কর্মকর্তা এসব খবর নিশ্চিত করে গতকাল শনিবার বলেন, সাবেক একনায়ক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে এসব মানুষ নিহত হয়ে থাকতে পারে।

দক্ষিণ ইরাকের নাজাফ শহরে গত এপ্রিলে প্রথম এ ধরনের গণকবরের সন্ধান পাওয়া যায়।

বিজ্ঞাপন

একটি আবাসিক ভবনের নির্মাণকাজ করার সময় এর খোঁজ পাওয়া যায়।

গণমাধ্যমের খবরে বলা হয়, এসব গণকবর নব্বইয়ের দশকে সাদ্দাম হোসেনের শাসনামলের। তখন দেশের দক্ষিণাঞ্চলে সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিমদের ওপর ব্যাপক আক্রমণ চালানো হলে প্রায় এক লাখ মানুষ প্রাণ হারায় বলে অভিযোগ রয়েছে।

গণকবরের সন্ধান ও দেহাবশেষের পরিচয় শনাক্ত করার দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা আব্দুল ইলাহ আল-নায়েলি বলেন, ‘এই কবরে প্রায় ১০০ মানুষের দেহাবশেষ থাকতে পারে। ধারণা করা হচ্ছে, জায়গাটির বিশালতার কারণে সংখ্যাটি আরো বাড়বে। ’ কবরের জায়গাটিকে ‘অপরাধের স্থান’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, গণকবরটি ১৯৯১ সালে সাদ্দামের বিরুদ্ধে গণজাগরণের (শিয়াদের বিদ্রোহ) স্মৃতি মনে করায়। সূত্র : এএফপিসাতদিনের সেরা