সিরিয়ার হামা প্রদেশের গ্রামীণ এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত এবং আহত হয়েছে একটি শিশুসহ সাতজন। শুক্রবার রাতে মাসিয়াফ এলাকায় হামলাটি চালানো হয়েছে বলে সামরিক বাহিনীর বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটের দিকে ভূমধ্যসাগর তীরবর্তী পশ্চিম বেনিয়াসের দিক থেকে হামলাটি শুরু হয়। যারা নিহত হয়েছে তাদের মধ্যে একজন বেসামরিক আছে বলে জানিয়েছে তারা।
বিজ্ঞাপন