kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

সংক্ষিপ্ত

দিল্লির অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৭

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতের রাজধানী নয়াদিল্লির অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা অন্তত ২৭-এ উঠেছে। আহত হয়েছে ৪০ জনের বেশি। আগুন লাগার সময় ভবনটিতে প্রায় ৭০ জন উপস্থিত ছিল। গত শুক্রবার বিকেলে চারতলা ওই ভবনটিতে আগুন লাগে।

বিজ্ঞাপন

ঠিক কী কারণে আগুন লেগেছে, তা গতকাল পর্যন্ত জানা যায়নি। দিল্লি অগ্নিনির্বাপণ বাহিনীর পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাতপাল ভরদ্বাজ বলেছেন, ‘ভবনটিতে আগুন লাগার ক্ষেত্রে কোনো বেরিয়ে যাওয়ার পথ ছিল না। বেশির ভাগ মানুষ শ্বাসরোধে  মারা গেছে। ’ ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ও গুদাম ছিল। আগুনের হাত থেকে বাঁচতে অনেকে ওপর থেকে লাফ দিয়েছিল। সূত্র : এএফপি।সাতদিনের সেরা