ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের বেশ কিছু অঞ্চলে নিরাপত্তা চেয়ে শুক্রবার প্রতিবাদে মুখর হন কাশ্মীরি পণ্ডিতরা। হিন্দু ধর্মাবলম্বী এই সম্প্রদায়ের ৩৬ বছর বয়সী সরকারি এক কর্মকর্তাকে তাঁর দপ্তরে বৃহস্পতিবার সন্দেহভাজন সন্ত্রাসী কাছ থেকে গুলি করে হত্যা করে।
বিক্ষোভকারীরা শ্রীনগর বিমানবন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে ও লাঠিচার্জ করে।
অনেক এলাকায় পণ্ডিত সম্প্রদায়ের সদস্যরা নিজ নিজ ট্রানজিট ক্যাম্প থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন।
বিজ্ঞাপন
কাশ্মীরের বিভিন্ন অংশে প্রায় চার হাজারেরও বেশি কাশ্মীরি পণ্ডিত ট্রানজিট ক্যাম্পে বাস করেন। সূত্র : এনডিটিভি