kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

নেপালে মূল্যস্ফীতি ছয় বছরের মধ্যে সর্বোচ্চ

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজ্বালানি এবং খাদ্যের দামের ঊর্ধ্বগতি নেপালের মূল্যস্ফীতিকে ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। অথচ পর্যটন নির্ভর দেশটির অর্থনীতি কভিড মহামারির দুই বছরের ধাক্কা কাটিয়ে সবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

সম্প্রতি প্রকাশিত নেপাল রাষ্ট্র ব্যাংকের এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। সেখানে শেষ মাস হিসেবে মধ্য এপ্রিলকে দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

পরিসংখ্যানে দেখা যায়, বার্ষিক ভোক্তা মূল্যভিত্তিক মূল্যস্ফীতি আগের মাসে ৭.১৪ শতাংশ থেকে বেড়ে এ মাসে ৭.২৮ শতাংশ হয়েছে। এক বছর আগে যেটা ছিল ৩.১০ শতাংশ।

নেপালে এ বছর ভোজ্য তেলের দাম ২৮.৩৬ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে গত বছরের তুলনায় এ বছর দুগ্ধজাত পণ্য, ডিম ও ডালের দাম বেড়েছে ১১.৫৬ শতাংশ। অর্থাৎ এক বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি দ্বিগুণ বেড়ে ৭.৪ শতাংশ হয়েছে।

এ অবস্থায় অর্থনীতিকে বাঁচাতে নেপাল সরকার জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বিলাসবহুল পণ্য আমদানি নিষিদ্ধ করেছে এবং জ্বালানি খরচ কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে সাপ্তাহিক ছুটি দুই দিন করেছে। সূত্র : রয়টার্সসাতদিনের সেরা