kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

সংক্ষিপ্ত

প্রথম মৃত্যুর খবর জানাল উ. কোরিয়া

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম মৃত্যুর খবর জানাল উ. কোরিয়া

দেশে করোনা সংক্রমণের খবর প্রথম সরকারিভাবে জানানোর এক দিনের মাথায়ই কভিডে প্রথম মৃত্যুর খবরও দিল উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, করোনায় দেশটিতে মোট ছয় ব্যক্তি মারা গেছেন। তাঁদের মধ্যে একজনের শরীরে ওমিক্রনের বিএ.২ উপধরন শনাক্ত হয়েছিল। কেসিএনএ জানিয়েছে, এপ্রিলের শেষ থেকে দেশজুড়ে ব্যাপক হারে জ্বর ছড়িয়ে পড়ছে।

বিজ্ঞাপন

অসুস্থ হয়ে পড়া হাজারো মানুষকে পৃথক রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়। সরকারি তথ্যানুসারে, দেশটিতে বর্তমানে এক লাখ ৮৭ হাজার মানুষকে পৃথক করে রেখে জ্বরের চিকিৎসা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার নিজেদের প্রথম কভিড সংক্রমণের কথা জানিয়ে দেশজুড়ে লকডাউন ঘোষণা করে উত্তর কোরিয়া। সূত্র : এএফপিসাতদিনের সেরা