kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

চামড়ার জন্য হত্যা করা হয় বিপুলসংখ্যক পশু

৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচামড়ার জন্য হত্যা করা হয় বিপুলসংখ্যক পশু

চামড়ার জন্য বিশ্বে বিপুলসংখ্যক পশু হত্যা করা হয়। গবাদি পশুর বাইরেও প্রতিবছর লাখ লাখ জেব্রা, বাইসন, ক্যাঙ্গারু, হাতি, কুমির, উটপাখি, সাপসহ বিভিন্ন প্রজাতির বন্য পশুকে চামড়ার জন্য হত্যা করা হয়। চামড়া প্রক্রিয়াকরণের সময় দূষিত হয় পরিবেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে, শ্রম সস্তা ও পরিবেশগত নিয়ম শিথিল হওয়ায় ট্যানারি শিল্প উন্নত দেশ থেকে অনুন্নত দেশগুলোতে স্থানান্তরিত করা হয়েছে।

বিজ্ঞাপন

তাই চামড়ার পণ্য বর্জনের আহ্বান জানিয়ে ভারতের হায়দরাবাদের রাস্তায় নেমেছেন ‘পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিম্যালস’-এর এক কর্মী। তাঁর পরনে ছিল মানবশিশুর আকৃতির পুতুলসংবলিত এক কোট, হাতে ছিল ‘সবাই কারো না কারো সন্তান, চামড়ামুক্ত থাকুন’ লেখাসংবলিত প্ল্যাকার্ড। ছবি : এএফপিসাতদিনের সেরা