রাশিয়ার হামলার কারণে ইউক্রেনে গমের উৎপাদন গত বছরের থেকে অন্তত এক-তৃতীয়াংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল শুক্রবার কৃত্রিম উপগ্রহের চিত্র ব্যবহার করে এ কথা জানিয়েছে ফ্রান্সের তথ্য বিশ্লেষণকারী সংস্থা কায়রোস। ইউক্রেন বিশ্বে প্রধান গম উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং অন্যান্য ২৪টিরও বেশি দেশ গতকাল বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে একটি যৌথ বিবৃতিতে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
বিজ্ঞাপন