kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

চীনে ভবন ধসে মৃত বেড়ে ৫৩

কালের কণ্ঠ ডেস্ক   

৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনের হুনান প্রদেশের চাংশা শহরে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জন হয়েছে। গতকাল শুক্রবার উদ্ধার অভিযান সমাপ্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, চাংশা শহরে ধসে পড়া ভবনের উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে। ১০ জনকে জীবিত এবং ৫৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চাংশার কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তা উ গিয়িং। এই দুর্ঘটনার জন্য এরই মধ্যে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ভবনের মালিক এবং নিরাপত্তা পরিদর্শকদের একটি দল রয়েছে। সূত্র : এএফপিসাতদিনের সেরা