kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

সংক্ষিপ্ত

প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি

কালের কণ্ঠ ডেস্ক   

৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি

জ্যঁ পিয়ের

নিজের নতুন শীর্ষ মুখপাত্র হিসেবে ক্যারিন জ্যঁ পিয়েরকে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে এবারই প্রথম হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিচ্ছেন একাধারে কৃষ্ণাঙ্গ এবং সমকামী কোনো ব্যক্তি। বাইডেন নির্বাচিত হওয়ার পর থেকেই প্রশাসনের মুখ্য উপ-প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছিলেন ৪৪ বছর বয়সী জ্যঁ-পিয়ের। আগামী সপ্তাহেই ৪৩ বছর বয়সী বর্তমান প্রেস সেক্রেটারি জেন সাকির স্থলাভিষিক্ত হবেন তিনি।

বিজ্ঞাপন

প্রেস সেক্রেটারিদের অন্যতম একটি দায়িত্ব হলো নৈমিত্তিক সংবাদ সম্মেলন করা। ফলে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকাতেই দেখা যাবে জ্যঁ পিয়েরকে। এক টুইট বার্তায় উত্তরসূরি জ্যঁ পিয়েরকে ‘নৈতিক ভিত্তি’ রয়েছে—এমন ‘অসাধারণ নারী’ আখ্যা দিয়েছেন জেন সাকি। সূত্র : বিবিসি।সাতদিনের সেরা