kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

অনুমোদন পেলেন মিশেল বাশিলিত

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান মিশেল বাশিলিতকে চীনের শিনচিয়াং প্রদেশ সফরের অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। তবে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নিয়ে সন্দিহান পশ্চিমা দেশগুলো। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, বেইজিং অলিম্পিকের আসর শেষ হবে আগামী ২০ ফেব্রুয়ারি। এরপর বাশিলিতকে শিনচিয়াং সফরের অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে তদন্তের জন্য নয়, স্রেফ বন্ধুত্বপূর্ণ সফরের লক্ষ্যে তিনি শিনচিয়াংয়ে ঢুকতে পারবেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়াসাতদিনের সেরা