kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

এক মাসে ছয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্ষেপণাস্ত্র পরীক্ষার গতি উত্তরোত্তর বাড়িয়ে চলেছে পিয়ংইয়ং। গতকাল বৃহস্পতিবার আরো দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এ নিয়ে এক মাসের মধ্যে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করল দেশটি।

ওয়াশিংটনভিত্তিক বিশ্লেষক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে, উত্তর কোরিয়ার এত অল্প সময়ের মধ্যে এত বেশি ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করার ঘটনা গত কয়েক দশকের মধ্যে ঘটেনি।

বিজ্ঞাপন

পিয়ংইয়ংয়ের গতকালের ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানান, স্থানীয় সময় গতকাল সকাল ৮টায় পূর্ব সাগরের দিকে ছোড়া দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সিউল।

এর আগে গত মঙ্গলবার দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৪ ও ১৭ জানুয়ারি দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং গত ৫ ও ১০ জানুয়ারি দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করে উত্তর কোরিয়া।

ফেব্রুয়ারিতে কিম জং উনের বাবার ৮০তম জন্মবার্ষিকী, এপ্রিলে উনের দাদার ১১০তম জন্মবার্ষিকী। এসব দিন উপলক্ষে, উনের ক্ষমতায় আরোহণের দশকপূর্তি উপলক্ষে নাকি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে, সেটা নিশ্চিত নন পর্যবেক্ষকরা। সূত্র : এএফপিসাতদিনের সেরা