বিধানসভা ভোটের আগে উত্তর প্রদেশে প্রচারে গিয়ে অখিলেশ যাদবের বিরুদ্ধে সুর চড়ালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, রাজ্যে সমাজবাদী পার্টি ক্ষমতায় ফিরলে গুণ্ডারাজও ফেরত আসবে।
সামনের মাসেই উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোট ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।
বিজ্ঞাপন
যে মথুরায় বেশ ঢাকঢোল পিটিয়ে গতকাল বিজেপি সভা করল, সেই মথুরায় কিছুটা হলেও এবার ব্যাকফুটে বিজেপি, বলছেন পর্যবেক্ষকরা। তাঁদের মতে, জাঠ অধ্যুষিত মথুরায় কৃষি আইন নিয়ে তীব্র আন্দোলন দেখেছে দেশবাসী। আর বাইশের ভোটের আগে জাঠ নেতা তথা রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধুরী হাত মিলিয়েছেন এসপিপ্রধান অখিলেশের সঙ্গে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, এখানে বিজেপির লক্ষ্য কৃষক অসন্তোষের সুযোগ নিয়ে জাঠ ও সংখ্যালঘু ভোটকে একজোট করে পশ্চিম উত্তর প্রদেশে ভালো ফল করা। আবার অযোধ্যা, বারানসির পর মথুরাকে কেন্দ্র করে বড় ধর্মস্থান তৈরির প্রতিশ্রুতি দিচ্ছেন গেরুয়া নেতারা।
এদিকে গতকাল কভিড বিধি-নিষেধ মেনে স্বল্পসংখ্যক মানুষকে নিয়ে মথুরার সভার শুরু থেকে শেষ পর্যন্ত অমিত শাহের গলায় ছিল সমাজবাদী পার্টির প্রতি তীব্র আক্রমণ। তিনি বলেন, ‘উত্তর প্রদেশের সব অপরাধী ও গ্যাংস্টারের জায়গা এখন জেলের কুঠুরি। উত্তর প্রদেশকে পরিবারতন্ত্র থেকে বের করে এনে জাতিবাদ প্রতিষ্ঠা করেছি আমরা। ’
এর পরই অখিলেশকে আক্রমণ করে শাহের মন্তব্য, ‘একটা সময় ছিল যখন উত্তর প্রদেশে গুণ্ডাদের ভয়ে তটস্থ থাকত পুলিশ। মহিলারা রাস্তায় বের হতে ভয় পেত। আর এখন অপরাধীরা ভয় পেয়ে গলায় রুমাল বাঁধা অবস্থাতেই পুলিশের কাছে আত্মসমর্পণ করছে। ’ তাঁর আরো সংযোজন, আবার সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে রাজ্যে গুণ্ডারাজ ফিরে আসবে।
বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করে অমিত শাহের মন্তব্য, ‘২০ কোটি মানুষের উত্তর প্রদেশ না এগোলে ভারতও এগোবে না। ভারতের ভাগ্য নির্ধারণ করবে উত্তর প্রদেশ। ’
সূত্র : আনন্দবাজার পত্রিকা