জবাই নিষিদ্ধ করার পর ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে অনেক বেড়ে গেছে গরুর সংখ্যা। গরুর আক্রমণে প্রায়ই মৃত্যুর ঘটনাও ঘটছে রাজ্যটিতে। গরুর সংখ্যা এতটাই বেড়েছে যে ১০ ফেব্রুয়ারি থেকে রাজ্যটিতে শুরু হতে যাওয়া বিধানসভার নির্বাচনে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে গরু। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরু একটি পবিত্র প্রাণী।
বিজ্ঞাপন
তবে গরু জবাই নিষিদ্ধের আগে অনেক কৃষক বেশি বয়সী গরুগুলো কসাইখানার লোকদের কাছে বিক্রি করতেন। পারিবারিক অভাব-অনটনের সময় যখন কৃষকদের হাতে নগদ কোনো অর্থ থাকত না, তখন তাঁদের বিকল্প পথে উপার্জনের জন্য গরু ছিল একটা বড় উপায়। বিজেপি নেতৃত্বাধীন সরকার গরু জবাইয়ের ওপর কঠোর ব্যবস্থা নিয়েছে। তবে এ সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু কৃষক, যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : বিবিসি