kalerkantho

মঙ্গলবার ।  ২৪ মে ২০২২ । ১০ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২২ শাওয়াল ১৪৪৩  

কানাডায় আবার ‘গণকবরের’ সন্ধান

কালের কণ্ঠ ডেস্ক   

২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকানাডার একটি আদিবাসী সম্প্রদায় একটি আবাসিক স্কুলের স্থানে প্রায় এক শ সম্ভাব্য কবরের খোঁজ পাওয়ার কথা বলেছে। কয়েকটি সাবেক আবাসিক স্কুলে শত শত আদিবাসী শিশুর পুরনো কবর পাওয়ার দেশ কাঁপানো ঘটনার পর নতুন এ খবর এলো।

উইলিয়ামস লেক ফার্স্ট নেশন সম্প্রদায় গত মঙ্গলবার জানায়, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের পরিত্যক্ত সেন্ট জোসেফ মিশন আবাসিক স্কুল প্রাঙ্গণে একটি ভূভৌত জরিপে মানুষের ৯৩টি কবরের ইঙ্গিত পাওয়া গেছে। কানাডা আদিবাসীদের বড় অংশ ফার্স্ট নেশনের মধ্যে পড়ে।

বিজ্ঞাপন

অনুসন্ধানকারীরা এলাকার বিস্তৃত ৪৮০ হেক্টর জমির মধ্যে প্রায় ১৪ হেক্টরে জরিপ সম্পন্ন করেছে। এলাকাটি কামলুপস থেকে প্রায় ৩০০ কিমি উত্তরে অবস্থিত। গত মে মাসে কামলুপস আদিবাসী আবাসিক স্কুলের প্রাঙ্গণ থেকে ২১৫টি শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। তখন থেকে পরবর্তী কয়েক মাসে ধর্মীয় গোষ্ঠীগুলোর পরিচালিত বিভিন্ন আবাসিক স্কুল থেকে এক হাজারের বেশি শিশুর বেনামি গণকবর পাওয়া গেছে। সূত্র : এএফপিসাতদিনের সেরা