সাপ্তাহিক পর্যবেক্ষণের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) গত মঙ্গলবার জানিয়েছে, করোনাভাইরাসের ওমিক্রন ধরন নিয়ে ঝুঁকি এখনো ‘অত্যন্ত বেশি’।
করোনা সংক্রমণের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি ওমিক্রন ধরন সম্পর্কে সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়, ওই ধরনটির বিস্তার এখন সবচেয়ে বেশি। ডেল্টা ধরনের বিস্তার কমছে। আর আলফা, বেটা ও গামা ধরনের বিস্তার খুবই কম।
বিজ্ঞাপন
সর্বশেষ গত রবিবার পর্যন্ত সাপ্তাহিক করোনা সংক্রমণের চিত্র তুলে ধরে ডাব্লিউএইচও জানায়, ওই সপ্তাহে বিশ্বব্যাপী দুই কোটি ১০ লাখের বেশি করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। সূত্র : এএফপি