তালেবান শাসনে বহির্বিশ্বের সহায়তা থেকে বঞ্চিত আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠাবে ভারত। এ জন্য পাকিস্তানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারত এবং এ উদ্যোগে উভয় দেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে তালেবান। টাইমস অব ইন্ডিয়া গতকাল এসব তথ্য জানায়। গত বছর আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটিতে সব ধরনের সহায়তা বন্ধ করে দেয় আন্তর্জাতিক গোষ্ঠী।
বিজ্ঞাপন