kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

ইউনিসেফের উদ্বেগ

মহামারির মধ্যে শিশুদের ‘অপূরণীয়’ ক্ষতি

কালের কণ্ঠ ডেস্ক   

২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



ইউনিসেফ উদ্বেগ প্রকাশ করে বলেছে, বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারির কারণে বিদ্যালয় বন্ধ থাকায় শিশুদের শিক্ষায় ‘অপূরণীয়’ ক্ষতি হয়েছে। জাতিসংঘের সংস্থাটি গত সোমবার এক প্রতিবেদনে বলেছে, পূর্ণ বা আংশিকভাবে বিদ্যালয় বন্ধ থাকায় বিশ্বব্যাপী ৬১ কোটি ৬০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউনিসেফ বলছে, বিদ্যালয় বন্ধ থাকায় অনেক দেশের লাখ লাখ শিশু বনিয়াদি শিক্ষা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এটি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।

বিজ্ঞাপন

অনেক শিশু নিপীড়নের চরম ঝুঁকির মুখেও পড়েছে।

কভিড মহামারি শুরুর প্রায় দুই বছরের মাথায় ইউনিসেফের শিক্ষাবিষয়ক প্রধান রবার্ট জেনকিন্স বলেন, ‘আমরা দেখছি, শিশুদের বিদ্যালয়ে যেতে না পারার কারণে অপূরণীয় মাত্রায় ক্ষতি হচ্ছে। ’

তিনি আরো বলেছেন, ‘বিদ্যালয় আবার চালু করাই যথেষ্ট নয়। ঘাটতি পূরণ করতে শিশুদের নিবিড়ভাবে সহায়তা করতে হবে। ’ সূত্র : এএফপি



সাতদিনের সেরা