পি চিদাম্বরম
ভারতের গোয়া রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তাঁর অভিযোগ, সামনে জোট গড়ার বার্তা দিয়ে পেছনে ক্রমশ দল ভাঙানো জারি রেখেছে তৃণমূল। তাই তৃণমূলের সঙ্গে গোয়ায় কোনো নির্বাচনী সমঝোতা হবে না।
গত বৃহস্পতিবার পানাজি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পি চিদাম্বরমের বাড়িতে পবন ভর্মা গিয়েছিলেন গত ২৪ ডিসেম্বর।
বিজ্ঞাপন
এই প্রসঙ্গেই রবিবার চিদাম্বরম জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল গোয়া রাজ্যের কংগ্রেস নেতাদের ‘দল ভাঙানোর চেষ্টা’ করেছে। এসব ঘটনা কংগ্রেসের নেতৃত্ব দেখেছে। কংগ্রেসের নেতৃত্বের তরফ থেকে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে কোনো আলোচনার নির্দেশ ছিল না। তাই ব্যাপারটা সেখানেই বন্ধ হয়ে যায়। ’
গোয়ায় নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, কভিড পরিস্থিতিতে নয়া গাইডলাইন মেনে ভোট হবে এই পাঁচ রাজ্যে। নির্বাচনের ফলাফল আগামী ১০ মার্চ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া