kalerkantho

শুক্রবার ।  ২০ মে ২০২২ । ৬ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৮ শাওয়াল ১৪৪৩  

সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ১০০

কালের কণ্ঠ ডেস্ক   

২২ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি মতাবলম্বী দেশগুলোর সামরিক জোটের হামলায় ইয়েমেনের একটি আটককেন্দ্রে কমপক্ষে এক শ জন নিহত হয়েছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। সৌদি আরবের মিত্র সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরব গতকাল এ হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ হামলার ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করা হয়। ইয়েমেনের শিয়া মতাবলম্বী হুতি বিদ্রোহী প্রায়ই সৌদি আরব ও তার মিত্র দেশগুলো লক্ষ্য করে হামলা চালায়। সম্প্রতি আরব আমিরাতকে লক্ষ্য করে একইভাবে হামলা চালায় তারা। সূত্র : বিবিসিসাতদিনের সেরা