করোনাভাইরাসের ডেল্টা ধরনের সংক্রমণ বৃদ্ধির সময় টিকা না নিয়ে বেঁচে যাওয়া কভিড-১৯ রোগীরা টিকা নেওয়া এবং আগে আক্রান্ত না হওয়া ব্যক্তিদের তুলনায় বেশি সুরক্ষিত। গত বুধবার নতুন একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এ গবেষণা প্রতিবেদনকে যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (সিডিসি) অনুমোদন করল। গবেষণার লেখকরা সতর্ক করেছেন, টিকাহীন মানুষ টিকা নেওয়া ব্যক্তিদের তুলনায় হাসপাতালে নেওয়া, দীর্ঘমেয়াদি সমস্যায় ভোগা এবং মৃত্যুর প্রবল ঝুঁকিতে থাকে।
বিজ্ঞাপন