kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

সংক্ষিপ্ত

‘প্রাকৃতিক সুরক্ষা বেশি কার্যকর’

কালের কণ্ঠ ডেস্ক   

২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের ডেল্টা ধরনের সংক্রমণ বৃদ্ধির সময় টিকা না নিয়ে বেঁচে যাওয়া কভিড-১৯ রোগীরা টিকা নেওয়া এবং আগে আক্রান্ত না হওয়া ব্যক্তিদের তুলনায় বেশি সুরক্ষিত। গত বুধবার নতুন একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এ গবেষণা প্রতিবেদনকে যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (সিডিসি) অনুমোদন করল। গবেষণার লেখকরা সতর্ক করেছেন, টিকাহীন মানুষ টিকা নেওয়া ব্যক্তিদের তুলনায় হাসপাতালে নেওয়া, দীর্ঘমেয়াদি সমস্যায় ভোগা এবং মৃত্যুর প্রবল ঝুঁকিতে থাকে।

বিজ্ঞাপন

নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় গত বছর ৩০ মে থেকে ৩০ নভেম্বর পর্যন্ত  গবেষণাটি পরিচালিত হয়েছে। সূত্র : এএফপিসাতদিনের সেরা