ভারতে করোনাভাইরাস শনাক্তের হার নতুন ঢেউ শুরু হওয়ার প্রথম দিনে তিন লাখের ঘর অতিক্রম করেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল তিন লাখ ১৭ হাজার ৫৩২। এ সময়ে মারা গেছে ৪৯১ জন।
সরকারি তথ্য অনুযায়ী, গত বুধবার ভারতে শনাক্ত করোনা রোগী ছিল দুই লাখ ৮২ হাজার ৯৭০ জন।
বিজ্ঞাপন
এদিকে বাংলাদেশের প্রতিবেশী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালগুলোতে করোনা সংক্রমিত রোগী কমতে থাকলেও কলকাতা শহরের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পূর্ণ হয়ে গেছে।
মহামারির পর পাকিস্তানে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত : করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে গতকাল পাকিস্তানে দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। গতকাল পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) জানায়, আগের ২৪ ঘণ্টায় সেখানে ছয় হাজার ৮০৮ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগে ২০২০ সালের ১৩ জুন শনাক্ত রোগী ছিল ছয় হাজার ৮২৫ জন। গতকালের সংক্রমণ সংখ্যা দেশে গত ৯ মাসে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে সংক্রমণ কমছে
গত বুধবারের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে করোনাভাইরাস সংক্রমণ কমছে, যদিও সংক্রমণের আগের সর্বোচ্চ সংখ্যা থেকে এখনো বর্তমান সংখ্যা অনেক উঁচুতে রয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক প্রতিষ্ঠান (সিডিসি) নিয়ন্ত্রিত একটি হিসাবে জানা গেছে, গত ১৩ জানুয়ারি সাত দিনের গড় সংক্রমণের হার ছিল সাত লাখ ৯৫ হাজার। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এএফপি