লকডাউনের সময় বিধি ভেঙে ১০ ডাউনিং স্ট্রিটের বাসভবনে পানীয় পার্টির ঘটনার জেরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগ চাচ্ছেন নিজের রক্ষণশীল দলের এমপিরা। এমন প্রেক্ষাপটে বরিস জনসন আগামী সাধারণ নির্বাচনেও দলনেতা হিসেবে লড়াইয়ের অঙ্গীকার করেছেন।
নিজ দলের এমপিরা অনাস্থা ভোট ডাকলে তাতে জিতবেন বলে বুধবার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছেন বরিস জনসন।
এদিকে জ্যেষ্ঠ নেতা উইলিয়াম রাগ রক্ষণশীল দলের বিরুদ্ধে বিদ্রোহী এমপিদের ব্ল্যাকমেইল করার অভিযোগ করেছেন।
বিজ্ঞাপন
রক্ষণশীল দলের কমপক্ষে সাতজন এমপি প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রকাশ্যে পদত্যাগ করার আহবান জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে আরো ২০ জনের বেশি আনুষ্ঠানিকভাবে বিদ্রোহের জন্য একজোট হয়েছেন বলে জানা গেছে।
রাজনৈতিক সমস্যা ছাড়াও প্রায় ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে লড়াই করছেন বরিস জনসন।
রক্ষণশীল দলের বর্ষীয়ান এমপি ও সাবেক মন্ত্রী ডেভিড ডেভিস বুধবার রাতে তাঁকে উদ্দেশ করে বলেন, ‘ঈশ্বরের নামে বলি, আপনি এবার যান। ’
টিভি নেটওয়ার্ক চ্যানেল ফোরের একটি নতুন জরিপ বলেছে, যদি আগামী নির্বাচনে বরিস জনসনই নেতৃত্ব দেন, তাহলে দলের ২০১৯ সালে বিজয়ী প্রার্থীদের অনেকেই হেরে যাবেন।
সূত্র : এএফপি