বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে, করোনা মহামারি শেষ হয়নি। কারণ জার্মানি, ফ্রান্স ও ব্রাজিলে সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম গেব্রিয়েসাস মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় বলেন, ‘মহামারি কোথাও শেষ হয়নি। ’
করোনার উচ্চ সংক্রামক ধরন ওমিক্রন ইউরোপসহ বিশ্বের বিভিন্ন জায়গায় দ্রুত বিস্তৃত হচ্ছে।
বিজ্ঞাপন
ফাউচির আশার বাণী : এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফাউচি বলেছেন, ওমিক্রন ধরনের দ্রুত ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে করোনা মহামারি একটি সাধারণ রোগের স্তরে নেমে যেতে পারে। সিএএনের খবরে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে হোয়াইট হাউসের উপদেষ্টা ফাউচি গত সোমবার এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘তবে এটা (করোনা হ্রাস) তখনই ঘটবে, যখন আর কোনো নতুন ধরন আমাদের সামনে হাজির না হবে এবং আগের ধরনগুলোর মাধ্যমে তৈরি হওয়া প্রতিরোধব্যবস্থাকে ফাঁকি না দিতে পারবে। ’ সূত্র : এএফপি, সিএনএন