আফগানিস্তানে ক্ষমতায় থাকা তালেবান যে সরকার গঠন করেছে, সেটার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে তারা চীনের সহায়তা চেয়েছে।
তালেবানের ডেপুটি মুখপাত্র বিলাল করিমি গত সোমবার ফোনে বলেন, ‘(তালেবান সরকারের) স্বীকৃতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বেঁধে দেওয়া সব শর্ত এরই মধ্যে পূরণ করা হয়েছে। ইসলামী আমিরাত চায়, বর্তমান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে চীন যেন নেতার ভূমিকা পালন করে। ’ একই উদ্দেশ্য নিয়ে তালেবানের গঠিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি গত রবিবার চীনের রাষ্ট্রদূত ওয়াং ইউর সঙ্গে দেখা করেন।
বিজ্ঞাপন
চীনের কূটনীতিক ওয়াং ইউ বলেন, ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে তালেবানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা যুক্তরাষ্ট্রের উচিত হবে না। ’
গত বছরের আগস্টে বিনা বাধায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। উল্টো যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ আফগানিস্তানে সহায়তা বন্ধ করে দিয়েছে। সরকার হিসেবে তালেবানের স্বীকৃতিপ্রাপ্তি সেসব সহায়তা এবং বিদেশে জব্দ থাকা অর্থ ছাড়ের পথ খুলে দেবে। সূত্র : ব্লুমবার্গ