kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

‘কেউ আমাকে সতর্ক করেনি’

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘কেউ আমাকে সতর্ক করেনি’

বরিস জনসন

নিজের ভুলের কথা বেমালুম অস্বীকার করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।  

যুক্তরাজ্যে লকডাউন চলাকালে পানীয়ের আসরে যোগ দেওয়া নিয়ে তোলপাড়ের মধ্যে পার্লামেন্টে গত সপ্তাহে প্রশ্নোত্তর অধিবেশনে জনসন দাবি করেন, পানীয়ের আসরের আয়োজন হয়েছে, সেটা তিনি জানতেন না। তিনি জানতেন, কাজের উদ্দেশ্যে তিনি ওই আসরে যোগ দিচ্ছেন। গত সোমবার নিজের ব্লগে ডমিনিক কিউমিংস বলেন, তিনি প্রধানমন্ত্রীকে ওই আসরের বিষয়ে সতর্ক করেছিলেন, কিন্তু জনসন তাঁর কথায় গুরুত্ব দেননি।

বিজ্ঞাপন

কিউমিংসের ওই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে নর্থ লন্ডন হসপিটাল পরিদর্শনরত জনসন বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে পারি, ওটা যে নিয়মবিরুদ্ধ এবং তাতে কভিড বিধি ভঙ্গ হচ্ছে, সে ব্যাপারে কেউ আমাকে সতর্ক করেনি। ’ সূত্র : এএফপিসাতদিনের সেরা