ওমিক্রনের ঢেউ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে কমতে শুরু করেছে। তবে দেশের বাকি অংশে এই ভাইরাসের সংক্রমণ কমার জন্য কমপক্ষে আরো এক মাস সময় লাগতে পারে। বিভিন্ন গাণিতিক মডেলের ওপর ভিত্তি করে দেশটির বিশেষজ্ঞরা এই পূর্বাভাস দিয়েছেন।
২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ইউরোপের কয়েকটি দেশে কভিডের পাঁচটি ঢেউ আঘাত হেনেছে।
বিজ্ঞাপন
মহামারি বিশেষজ্ঞ ডা. গিরিধর বাবু বলেন, ‘বিভিন্ন গাণিতিক মডেলের ওপর ভিত্তি করে বলা যায়, ভারতে ওমিক্রন তরঙ্গ জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির শুরু পর্যন্ত স্থায়ী হবে। ’ তিনি বলেন, ‘ওমিক্রনের ঢেউ সাধারণত শীর্ষে পৌঁছতে তিন সপ্তাহ সময় নেয়, যা ডেল্টা তরঙ্গের চেয়ে প্রায় তিন গুণ দ্রুত। আগামী দুই সপ্তাহ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’
মুম্বাই ও নয়াদিল্লিতে ডিসেম্বরের শেষের দিকে সংক্রমণ শুরু হয়। বর্তমানে সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ওম শ্রীবাস্তব বলেন, ‘এর মধ্যে এই সংক্রমণ স্থিতিশীল হবে এবং ক্রমাগত হ্রাস পাবে। এটি মার্চ মাস পর্যন্ত চলতে পারে। ’
সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এএফপি