kalerkantho

বুধবার ।  ১৮ মে ২০২২ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৬ শাওয়াল ১৪৪৩  

ছাইয়ে ঢাকা টোঙ্গার অবস্থা জানতে তৎপর প্রতিবেশী দেশগুলো

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাগরতলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দুই দিন পর প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গার সর্বত্র ছাইয়ে ঢাকা দেখা গেছে। এর মধ্যে সুনামির ঢেউও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তবে যোগাযোগ সমস্যার কারণে সেখানকার পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট চিত্র পাওয়া যাচ্ছে না।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাব পড়েছে প্রশান্ত মহাসাগরের ফিজি, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও জাপানের উপকূলেও।

বিজ্ঞাপন

সুনামির কারণে গতকাল সোমবার টোঙ্গার ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধারে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

এদিকে টোঙ্গার আগ্নেয়গিরিতে আরেক দফা অগ্ন্যুৎপাত শনাক্ত হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি পর্যবেক্ষণকারী গোষ্ঠী জানিয়েছে, তারা বড় ঢেউ প্রত্যক্ষ করেছে। এটি সাগরতলে আরেকটি বড় বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে এই আলোড়নের জন্য বড় কোনো ভূমিকম্প অনুভূত হয়নি।

সূত্র : এএফপিসাতদিনের সেরা