যথাযথ প্রমাণ না থাকা সত্ত্বেও একসময় করোনাভাইরাস প্রতিরোধে ব্যবহৃত ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হতে পারে কি না তা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
সাম্প্রতিক একটি গবেষণায় পাওয়া ফলের ভিত্তিতে ওমিক্রনের বিরুদ্ধে হাইড্রোক্সিক্লোরোকুইনের ইতিবাচক প্রভাব রয়েছে কি না, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার সূত্রে সম্প্রতি নতুন করে এ আলোচনা শুরু হয়েছে। তবে গবেষণাটি এখনো কোনো মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়নি।
বিজ্ঞাপন
গবেষণার উপসংহারে বলা হয়, মানবকোষের ভেতরে ভাইরাসের প্রবেশের ক্ষমতা হ্রাসে হাইড্রোক্সিক্লোরোকুইনের ভূমিকা থাকায় এটি সংক্রমণ রুখতে সহায়তা করে। তবে ওমিক্রনের বিরুদ্ধে এটি আসলেই কার্যকর কি না, সে পরীক্ষা এখনো শুরু হয়নি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া