অরবিন্দ কেজরিওয়াল
ভারতের গোয়ায় বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারাতে আম আদমি পার্টি (এএপি) ও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট গড়া নিয়ে জল্পনা যখন তুঙ্গে তখন অরবিন্দ কেজরিওয়াল জানালেন, ভোটের আগে এএপি কারো সঙ্গে জোট গড়বে না। তবে ভোটের পর বিজেপিবিরোধী শক্তিগুলোর সঙ্গে জোট গড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে দল।
এএপি নেতা কেজরিওয়াল বলেন, ‘আমরা এই ভাঙাগড়ার রাজনীতি বুঝি না। বিরোধীদের জোট বাঁধা, একজোট হয়ে নির্দিষ্ট কোনো নেতাকে হারানো—এই বিষয়গুলোর সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞাপন
কেজরিওয়াল আরো বলেন, ‘ভোটের পর যদি বিজেপিবিরোধী পার্টিগুলোকে একত্রে দেখার পক্ষে জনমত যায়, সে ক্ষেত্রে তখন তা ভেবে দেখা হবে। তবে আশা করি এই জোটের কোনো প্রয়োজন থাকবে না। ’
ভোট পেছাল পাঞ্জাবে : পাঞ্জাবে বিধানসভা ভোটের তারিখ ১৪ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি করা হয়েছে।
গতকাল সোমবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক শেষে জানানো হয়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে পাঞ্জাবে। ১ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। সংশোধনীর তারিখ ২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৪ ফেব্রুয়ারি। তবে ভোটগণনার দিন পিছিয়ে দেওয়া হয়নি। ১০ মার্চই ভোটগণনা হচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নী, কেজরিওয়ালের এএপি এবং বিজেপি ভোট পেছানোর আবেদন জানায়। এসবের পরিপ্রেক্ষিতে গতকাল পাঞ্জাবে ভোটের তারিখ পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন।
উত্তরাখণ্ডে বরখাস্ত বিজেপি মন্ত্রী কংগ্রেসে : দলবিরোধী কার্যকলাপের অভিযোগে গত রবিবার রাতে উত্তরাখণ্ডের প্রভাবশালী বিজেপি মন্ত্রী হরক সিংহ রাওয়াতকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী। গতকাল হরক জানান, তিনি কংগ্রেসে যোগ দেবেন। পাশাপাশি তাঁর মন্তব্য, ‘উত্তরাখণ্ডের মানুষ বিজেপির অপশাসন থেকে মুক্তি চাইছে। বিধানসভা ভোটে বিজেপির পরাজয় নিশ্চিত। ’ বিজেপির অন্দরে তাঁর ‘অপমানের’ কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন হরক। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি