জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের এক সদস্যের হামলায় সোমালিয়া সরকারের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহিম আহত হয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, তাঁর অবস্থা গুরুতর নয়। দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের মুখপাত্র এক সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। আক্রমণকারী জোর করে মুখপাত্রের গাড়িতে উঠতে চেয়েছিল, কিন্তু তার আগেই বোমার বিস্ফোরণ ঘটে।
বিজ্ঞাপন
সূত্র : এএফপি