প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ টোঙ্গার কাছের সাগরতলে গত শনিবারের বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর নতুন করে সুনামির হুমকি কেটে গেছে। একটি পর্যবেক্ষণ গ্রুপ এ তথ্য জানিয়েছে। প্রচণ্ড অগ্ন্যুৎপাতের পর গত শনিবার টোঙ্গাসহ আশপাশে সুনামি আঘাত হেনেছিল। ছোট মাত্রার একটি সুনামি সুদূর জাপান পর্যন্ত পৌঁছে কোচি প্রিফেকচারে নৌযানের ক্ষতি করে।
বিজ্ঞাপন