ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার আবারও বিরোধিতা করেছে চীন। চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করার পর এ অবস্থান জানিয়েছে বেইজিং। চীনের জিয়াংসু প্রদেশের উক্সি শহরে শুক্রবার এক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, তাঁর দেশ ২০১৫ সালে সম্পাদিত ইরান ও পরাশক্তিগুলোর পরমাণুচুক্তি পুনরুজ্জীবনের প্রচেষ্টাকে সমর্থন করে। গতকাল শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদল্লাহিয়ানের বৈঠকের সারসংক্ষেপ প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন