নতুন ১২টি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে রাশিয়া। এগুলোর মধ্যে ১০টি উৎক্ষেপণ করা হয়েছে রণতরি থেকে এবং বাকি দুটি ডুবোজাহাজ থেকে। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স গতকাল শুক্রবার এ তথ্য জানায়। গত সপ্তাহে চালানো ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রশংসা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘দেশের জন্য এটা এক বিরাট ঘটনা।
বিজ্ঞাপন
’ রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে এটা এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি। পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রগুলো অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র ব্যবস্থার নতুন প্রজন্মের অংশ আখ্যা দেন পুতিন। রাশিয়ার নতুন প্রজন্মের এসব ক্ষেপণাস্ত্র কতটা অগ্রসর প্রযুক্তির তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করলেও তাঁরা স্বীকার করছেন, ওই ক্ষেপণাস্ত্রের গতি, পাল্লা ও হামলার যে সক্ষমতা, তাতে এগুলোকে শনাক্ত ও নিষ্ক্রিয় করা কঠিন হবে। সূত্র : রয়টার্স