kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

ইউক্রেনে হামলা হলে রুশ গ্যাস পাইপলাইন বন্ধের হুমকি

কালের কণ্ঠ ডেস্ক   

৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাশিয়া ইউক্রেনে হামলা চালালে এর জবাব কী হবে, গত মঙ্গলবার সেটা স্পষ্ট করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। তিনি জানিয়েছেন, ইউক্রেনে হামলা হলে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহকারী নর্ড স্ট্রিম ২ পাইপলাইন বন্ধের মাধ্যমে এ খাত থেকে রাশিয়ার আয় বন্ধ করে দেওয়া হবে।

ইউক্রেন নিয়ে টানাপড়েনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার ভিডিও লিংকের মাধ্যমের প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। এর পরই ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা স্পষ্ট করেন বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান।

বিজ্ঞাপন

ইউক্রেন সীমান্তের কাছে রুশ সেনাবাহিনী মোতায়েন নিয়ে সৃষ্ট উত্তেজনার ব্যাপারে ক্রেমলিন অবশ্য দাবি করছে, সেনা মোতায়েন কারো জন্যই হুমকি নয়। সূত্র : এএফপি।সাতদিনের সেরা