kalerkantho

মঙ্গলবার । ৪ মাঘ ১৪২৮। ১৮ জানুয়ারি ২০২২। ১৪ জমাদিউস সানি ১৪৪৩

দুর্নীতি মামলায় দণ্ড

আপিলে হারলেন নাজিব রাজাক

কালের কণ্ঠ ডেস্ক   

৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআপিলে হারলেন নাজিব রাজাক

নাজিব রাজাক

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছরের যে কারাদণ্ড হয়েছে, সেই দণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করে তিনি হেরে গেছেন। নাজিবের কর্মকাণ্ড ‘জাতীয় লজ্জা’ বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট বিচারক।

গতকাল বুধবার বিচারক নাজিবের আপিল নাকচ করে দেন। তবে সাবেক এ সরকারপ্রধান জামিনে থাকতে পারবেন বলে রায় দেন তিনি।

রাষ্ট্রীয় তহবিল থেকে শত শত কোটি ডলার তছরুপ, অর্থপাচার এবং প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে নাজিবের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলছে। এর মধ্যে একটি মামলায় দোষী সাব্যস্ত করে গত বছর তাঁকে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। সূত্র : এএফপি।সাতদিনের সেরা