kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

এমপিদের মোদির হুঁশিয়ারি

নিজেদের বদলান নইলে পরিবর্তন আসবে

কালের কণ্ঠ ডেস্ক   

৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসংসদে অনুপস্থিত বা অনিয়মিত বিজেপি সাংসদদের কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সংসদীয় দলের সভায় মোদি তাঁদের নিজেকে পরিবর্তন করার পরামর্শ দিয়ে বলেন, অন্যথায় পরিবর্তন আসবে। নরেন্দ্র মোদি ‘শিশুদের মতো’ আচরণ করার জন্য বিজেপি নেতাদের তিরস্কার করেন। ভারতের প্রধানমন্ত্রী অনেকবারই তাঁর দলের সাংসদ ও মন্ত্রীদের সুশৃঙ্খল ও সময়নিষ্ঠ হতে এবং আজেবাজে কথা না বলার জন্য সতর্ক করে দিয়েছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘অনুগ্রহ করে সংসদে এবং দলীয় সভায় নিয়মিত যোগ দিন। এটা নিয়ে ক্রমাগত চাপ দেওয়া এবং (আপনাদের সঙ্গে) বাচ্চাদের মতো আচরণ করা আমার জন্য ভালো নয়। আপনারা যদি নিজেদের পরিবর্তন না করেন তবে যথাসময়ে পরিবর্তন আসবে। ’ এ সময় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীসহ জ্যেষ্ঠ মন্ত্রীরা এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা উপস্থিত ছিলেন।

সূত্র : এনডিটিভি।সাতদিনের সেরা